images

বিনোদন

আহারে জীবন কত সস্তা তুমি: পারশা

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটের পাশে ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে নিহত ফারিয়ার দুইটি জমজ বাচ্চা রয়েছে। মায়ের মৃত্যুতে শোকাহত তাঁরা। ছোট বাচ্চা দুইটির কান্না ছুয়ে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকাদের। 

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে ম্যানহোলে পড়ে নিহতের ঘটনায় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি লেখেন, ‘কখনও খোলা ম্যানহোল, কখনও উড়ে এসে পড়া বিমান! আহারে জীবন! কত সহজ তুমি! কত সস্তা!’

image-750x430-Picsart-AiImageEnhancer-32-750x423

এখানেই শেষ না, পারশা ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, আপুটার (ফারিয়া তাসনিম জ্যোতি) ছোট ছোট দুইটা জমজ বাচ্চা আছে দেখলাম। সারাজীবনের মত এতিম হয়ে গেলো! আর কোনোদিনও মা কে জড়িয়ে ধরতে পারবে না। মায়ের হাতের রান্না খেতে পারবে না! নিতেই পারছি না বিষয়টা!’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ম্যানহোলের একটি স্থানে স্লাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্লাবও বসায়নি। এমনকি সেখানে সতর্কতামূলক কোন সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ম্যানহোলে পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। 

ইএইচ/