images

বিনোদন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নৃত্য উৎসবে মোফাসসাল আলিফ

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম

বাংলাদেশের নৃত্যাঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত তৈরি হয়েছে আন্তর্জাতিক নৃত্য উৎসব Battery Dance Festival 2025-এ। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশের একজন একক নৃত্যশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন মোফাসসাল আলিফ।

নিউইয়র্কের Rockefeller Park-এ অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক উৎসবে আলিফ তার একক পরিবেশনা “In Search of You” মঞ্চস্থ করবেন আগামী ১৬ আগস্ট ২০২৫ তারিখে। বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা নৃত্যশিল্পীদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সত্যিই এক ঐতিহাসিক সাফল্য।

এ পরিবেশনায় মোফাসসাল আলিফ লালন সাঁইয়ের দুটি আধ্যাত্মিক গানকে কেন্দ্র করে নির্মিত একটি সমসাময়িক নৃত্যকাহিনি তুলে ধরবেন।
নৃত্যটির মূল থিম— আত্মার খোঁজ, ভালোবাসা ও আত্ম-অনুসন্ধান। ‘আমি কাকে খুঁজি? সে কি বাইরের কেউ, না আমার অন্তরে?’—এই দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসই হবে মঞ্চজুড়ে আলিফের ভাষাহীন আত্মপ্রকাশ।

এই নৃত্যকাজে কন্টেম্পোরারি নৃত্যধারা এবং বাংলার লোকধর্মী ভাবনার সংমিশ্রণ দেখা যাবে, যা আলিফের স্বতন্ত্র কোরিওগ্রাফিক ঘরানার পরিচায়ক।

Battery Dance Festival যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও সম্মানজনক আন্তর্জাতিক নৃত্য উৎসব। ১৯৮২ সাল থেকে এই উৎসবে বিশ্বের ৭০টিরও বেশি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়,“আমরা আনন্দিত যে এবারে বাংলাদেশের একজন উদীয়মান শিল্পী আমাদের মঞ্চে ‘In Search of You’ পরিবেশন করবেন। আলিফের কাজ দর্শন, নন্দন এবং আত্মপ্রকাশের দৃষ্টিকোণ থেকে অসাধারণ।”
সংবাদ সম্মেলনে আলিফ বলেন,“এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারাটা আমার জন্য গর্বের, কৃতজ্ঞতার এবং দায়িত্বের বিষয়। ‘In Search of You’ আমার নিজের জীবনেরই একটি আধ্যাত্মিক ভ্রমণ, যা আমি নাচের মাধ্যমে বিশ্ব দর্শকদের সামনে তুলে ধরতে চাই।”

তিনি আরও জানান, এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি বাংলাদেশি সংস্কৃতিকে একটি আধুনিক এবং আধ্যাত্মিক ফর্মে বিশ্বের সামনে উপস্থাপন করতে চান।