images

বিনোদন

পারশার ‘মন ময়না’, সঙ্গে তানজীব সরোয়ার

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম

বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসের জ্বালানীর জোগান দিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহীদদের নিয়ে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারশার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর। 

এরইমধ্যে এক বছর হয়েছে ‘চলো ভুলে যাই’-এর। এবার এ গায়িকা নিয়ে এলেন নতুন একটি গান। ‘মন ময়না’ শিরনামের এ গানটিতে পারশা দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তানজীব সরোয়ার । 

524316016_1460247891829058_1030175995873561343_n

গানটি লিখেছেন শিমুল এস বি। সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। ভিডিও নির্মাণ করেছেন সৌর দীপ্ত রায়। মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন। ৩১ জুলাই নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মন ময়না গানটি।

নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, কথা, সুর ও গায়কি মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি।

311214067_826710068516180_1370696308137472732_n_20240815_170653163_20240908_181622829

গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় পারশাকে। তাকে সবশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মে। এটি নির্মাণ করেন জাহিদ প্রীতম। পারশা ছাড়াও অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশাসহ আরও অনেকে।