images

বিনোদন

আমির খানের বাড়িতে হঠাৎ পুলিশের হানা!

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১০:১৭ এএম

সম্প্রতি বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে হাজির একদল আইপিএস পুলিশ অফিসার। হঠাৎ করে আমিরের বাড়িতে পুলিশের উপস্থিতি দেখে ভক্তদের কপালে চিন্তার ভাজ। ভিডিও প্রকাশ্যে আসতে সরগরম নেটদুনিয়া। জল্পনা শুরু হয় কী কারণে অভিনেতার বাড়িতে পুলিশবহর? 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৭ জুলাই) একসঙ্গে ২৫ জন আইপিএস অফিসার মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে আসেন। ভেতরে কী বিষয়ে আলোচনা হয়েছে তা অনুষ্ঠানিকভাবে জানা যায়নি। অভিনেতার বাড়ির বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে গত দুইদিন বেশ চিন্তত ছিল তাঁর ভক্তরা। 

আমিরের টিম পুলিশের বিষয়ে বলেন, ‘একটা আইপিএস দল আমিরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সে কারণে অভিনেতা তাঁদের বাড়িতে ডাকেন।” 

সম্প্রতি গুঞ্জন ওঠে আমির মেঘালয় হত্যাকাণ্ড নিয়ে সিনেমা তৈরি করছেন। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মিস্টার পারফেকশনিস্ট এ ঘটনার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করছেন। অনেকে মনে করছেন এ সিনেমার জন্য পুলিশের সঙ্গে আলোচনা করেছেন তিনি। 

তবে মেঘালয় হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের খবর মিথ্যা বলে জানিয়েছেন আমির। তবে একাধিক সূত্রের দাবি তিনি এ সিনেমার কথা সম্পূর্ণ গোপন রাখতে চাইছেন।  

ইএইচ/