বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম
বাবার কবরে চিরঘুমে শয়িত চিত্রনায়ক জসীমপুত্র সংগীতশিল্পী রাতুল। আজ সোমবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে। এদিকে ভাইকে হারিয়ে শোকাতুর জসীমের অন্য দুই পুত্র। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক।
নিজের ফেসবুকে রাতুলের বড় ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’অন্যদিকে রাহুল লিখেছেন, এ কে রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ভাইটার বুকে আমার হাত।’
গতকাল ২৭ জুলাই উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন।