বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ এএম
গত বছর ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী সেজান। নেমেছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন তিনি। এছাড়াও আন্দোলনের সময় ‘কথা ক’ গান দিয়ে বেশ আলোচনায় আসেন।
রোববার (২৭ জুলাই) সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ‘জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো এর ব্যপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না।’
এরপর তিনি যোগ করেন, ‘আন্দোলনে ছাত্রজনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপ হপ কমিউনিটির র্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভুমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে র্যাপ বা হিপ হপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে।’

দেশের বিভিন্ন স্থানের সংগীত পরিবেশন করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘আমরা কিছু জায়গায় পারফর্ম করছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে আমরা জোর করে এসেছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে৷ অথচ আমি মনে করি হিপ হপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শোতে। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হলেও নাম মাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপহপ এখন মুলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মান টা পায় না এখনও।’
সেজান আরও লিখেছেন, ‘যেইসব শোগুলাতে আমি কথা দিয়ে রেখেছি ওইগুলো শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না, আশা করি।
সবশেষে তিনি লিখেছেন, ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট, আমরা ক্ষ্যাপ আর্টিস্ট না। সম্মান ছাড়া যারেই পাবি র্যাপ আর্টিস্ট না।’
ইএইচ/