বিনোদন ডেস্ক
২৩ জুন ২০২২, ১০:২৯ এএম
টলিউডের মাঝারি মানের জনপ্রিয় নায়িকা তনুশ্রী চক্রবর্তীর বলিউডে অভিষেক হচ্ছে। অ্যাকশন হিরো সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যম মারফত জানা গেছে, এতে সানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। তবে ছবিতে অভিনয়ের জায়গা আছে তার। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বঙ্গতনয়াকে।
তবে সিনেমার বিষয়ে কলকাতার কোনো গণমাধ্যমে কাছে মুখ খোলেননি তনুশ্রী। জিইয়ে রাখলেন রহস্য। সময় হলে সবকিছু জানাবেন বলে জানান তিনি। ছবির দৃশ্যধারণের কাজ শেষের দিকে। জোধপুর, উদয়পুরে হচ্ছে ছবির শ্যুটিং।
ভারতীয় বাংলার অভিনয়শিল্পীদের বলিউডের যাত্রা এই নতুন নয়। কলকাতা, মুম্বাই, দক্ষিণ—সব জায়গাতেই দাপিয়ে কাজ করছেন যিশু। হিন্দি ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে। একের পর এক সিরিজে স্বস্তিকাও এখন পরিচিত মুখ। অন্যদিকে মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি সিরিজ। সেই তালিকাতেই নতুন সংযোজন তনুশ্রী।
আরএসও