বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
সামাজিক মাধ্যমে বেশ বিড়ম্বনায় পড়েছিলেন শাবনূর। তার নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড হলেও নিজের আইডিতে ছিল না ব্লু টিক। যা দেখে রীতিমতো অবাক হন অভিনেত্রী। ভুয়া আইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
নতুন খবর হচ্ছে, এবার বিড়ম্বনা কেটেছে অভিনেত্রীর। তার আইডি ভেরিফায়েড হয়েছে। খবরটি সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। আজ শনিবার তিনি লিখেছেন, আমার ফেসবুক আইডি ভেরিফায়েড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত্যায়িত করে নিলাম। আশা করি, এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।
এর আগে ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এ তারকা বলেছিলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও! যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না?’
বছর দুয়েক আগে শাবনূরের নামে ফেক আইডি খুলে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়। এর আগে অভিনেত্রীর নামে একটি ফেক আইডি থেকে বিভিন্নভাবে প্রতারণা করা হয়েছিল। সে সময় নেটিজন এবং অনুরাগীদের সচেতন হওয়ার জন্য বলেছিলেন তিনি।