বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম
শাকিব খানের হাত ধরে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইধিকা পালের শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের সিরিয়ালের মাধ্যমে। নতুন খবর হচ্ছে, ফের ছোটপর্দায় দেখা যাবে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এবার মহালয়া সিরিয়ালে দুর্গারূপে দেখা যাবে ইধিকাকে। এরইমধ্যে প্রস্তাব গেছে অভিনেত্রীর কাছে। অভিনেত্রী নাকি রাজি হয়েছেন। শিগগিরই নতুন অবতারে সামনে আসছেন অভিনেত্রী।
_20250726_162922456.jpg)
জানা গেছে, ইধিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।
এদিকে প্রিয়তমা দিয়ে বড়পর্দায় ইনিংস শুরু করেন ইধিকা। এরপর তাকে দেখা যায় দেবের বিপরীতে খাদান সিনেমায়। সেখানেও পান সফলতা। গেল রোজার ঈদে বরবাদ দিয়ে ফের স্ক্রিন শেয়ার করেন শাকিবের সঙ্গে। এখানেও মেলে আশাতীত সাফল্য।