images

বিনোদন

প্রেমিকা রাশমিকার সঙ্গে যে বিশেষ কাজ করতে চান বিজয় 

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

রাশমিকা-বিজয়ের প্রেম যেন খোলা বই। জানেন না এমন কেউ নেই। দুজনকেও একসঙ্গে দেখা যায় মাঝে মাঝেই। এবার বিজয় জানালেন যে বিশেষ কাজটি করতে চান প্রেমিকা রাশমিকার সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাছের মানুষদের সঙ্গে বেশি সময় কাটাতে চান তিনি। উপলব্ধি করেছেন প্রেমিকার সঙ্গে পর্যাপ্ত সময় কাটাচ্ছেন না। তার কথায়, ‘সম্পর্ক সবকিছুর উর্ধ্বে। আমি গত দুই বছর ধরে আরও বেশি বুঝদার হয়েছি। জীবনটাও বাঁচতে শিখেছি। এর আগে আমি এমন ছিলাম না। গত দুই-তিন বছর আমার জীবনটা যেভাবে কেটেছে, তা আমার ভালো লাগেনি। আমি আমার মা, বাবা, আমার বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করিনি।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ একদিন আমি বুঝতে পারলাম। আমি এমন অনুভূতি পেতে চাই না। এখন আমি চেষ্টা করি আমার কাছের মানুষদের সময় দিতে। আমি আমার বন্ধুদের জন্য সময় বের করি, আমি আমার মা-বাবা, আমার সম্পর্কের জন্য সময় তৈরি করি।’

এ সময় বিজয় স্বীকার করেন তিনি সিঙ্গেল নন। বলেন, ‘আমি এখন জানি ভালোবাসা কী! আমি জানি না এটি নিঃশর্ত কি না, কারণ আমার ভালোবাসা প্রত্যাশা নিয়ে আসে। এমন কোনো প্রেম (নিঃশর্ত ভালোবাসা) আছে বলে আমার জানা নেই... হয়তো আছে, হয়তো এটা আমার অজ্ঞতা। দিন শেষে ভালোবাসা পাওয়াটাই আসল। বাকি সবকিছুই অতি রোমান্টিক। আমি মনে করি প্রেমে শর্তসাপেক্ষ হওয়া ঠিক আছে।’