images

বিনোদন

এখন কেমন আছেন ফরিদা পারভীন?

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

একুশে পদক প্রাপ্ত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে গত বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গায়িকার শারীরিক অবস্থার অবনতি হলে দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসা শেষে ২১ জুলাই রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফেরেন তিনি। 

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে গায়িকার স্বামী গাজী আবদুল হাকিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘এখন ইউনিভার্সাল হাসপাতালে ডায়ালাইসিস চলছে।’ 

চিকিৎসা শেষে আজকেই বাড়ি ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে গায়িকার স্বামী বলেন, ‘ডায়ালাইসিস শেষে ভালো অনুভব করলে বাড়ি ফিরবেন। যদি খারাপ অনুভব করেন তাহলে হাসপাতালে থাকতে হবে। আশা করছি ভালো অনুভব করবেন।’

বলে রাখা ভালো, ফরিফা পারভীন গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা ভুগছেন।   

ইএইচ/