images

বিনোদন

ছেলেকে বুকে জড়িয়ে হাসপাতালের বিছানায় পরীমণি

বিনোদন ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ০১:২০ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে কাতর গোটা দেশ। এখনও পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেড় শতাধিক।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশবাসী মর্মাহত। জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকেও ছুঁয়ে গেছে শোক। গত সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শরীরের ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয়েছিলনে অভিনেত্রী। ভর্তি হতে হয় হাসপাতালে। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানান। 

হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি। ওই ভিডিওতে দেখা যায়, ‘হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি; হাতে ক্যানোলা ও স্যালাইনের টিউব। বিছানার ওপরেই বসে ছেলে পুণ্য। পরীর পাশেই বসে আছেন। একটু পর পর ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন পরীমণি।’

ওই পোস্টে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’ 

481680731_1230307388456021_1528192403881058139_n

এদিকে নেটিজেনরা যেমন মাইলস্টোনের দুর্ঘটনাটি নিয়ে মর্মাহত, তেমনি পরীর এই অসুস্থতা নিয়েও চিন্তিত। ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘প্যানিক এটাক- যার হয় সেই বোঝে’। অন্য একজন লিখেছেন,’রাজ্যের আপনি ছাড়া আগলে রাখার কেউ নেই। ওর জন্য হলেও সুস্থ থাকুন।’

এর আগে গত (২২ জুলাই) নিজের ফেসবুকে পরী লেখেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকরভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। 

এরপর লেখেন, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ।  

ইএইচ/