images

বিনোদন

কারও জীবনে যেন এমন কষ্ট না আসে: মেহজাবীন চৌধুরী 

বিনোদন ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশবাসী মর্মাহত। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কেও ছুঁয়ে গেছে শোক। সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন অনুভূতি।

মেহজাবিন একটি আহত বাচ্চার খবর শেয়ার দিয়ে, তার সুস্থতার জন প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আল্লাহ, সবার দোয়া কবুল করুন। এই শিশুদের আপনি সুস্থতা দিন। তাদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। তাদের পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দিন। এই অবস্থা সহ্য করার মতো নয়। হে পরওয়ারদিগার, যেন আর কখনো কারও জীবনে এমন কষ্ট না আসে। আমিন।’

বিমান বিধ্বস্তের দিন মেহজাবীন লিখেছিলেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।

দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ এবং চিকিৎসাধীন শতাধিক।