images

বিনোদন

এভাবে লাফালে বিয়ে হবে না, ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম

স্রোতের জোয়ারে গা ভাসান না বলিউড অভিনেত্রী রিচা। যেকোনো বিষয়ে স্পষ্ট মতামত দেন। নারীবাদী এ অভিনেত্রীর পুরুষতান্ত্রিকতায় বেশ ক্ষোভ। চান লিঙ্গের সমতা। এবার এ প্রসঙ্গে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরলেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা চাড্ডা বলেছেন, “আমি তখন শিশু। বিছানার ওপর লাফাচ্ছিলাম। আমাদের বাড়িতে তখন দিদিমা এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ‘তুমি যদি এই ভাবে লাফাও, কেউ তোমাকে বিয়ে করবে না। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু এই সব করতে পারবে না।”

1752743806_richa

দিদিমার কথাগুলোর মাথামুণ্ডু সেদিন বুঝতে পারেননি আট বছরের রিচা। তবে অবাক হয়েছিলেন। তার কথায়, “আমি তখন বুঝতেও পারিনি, তিনি ঠিক কী বলতে চাইছেন। তখন আমার বয়স সাত বা আট হবে। আমি ভেবেছিলাম, উনি কি পাগল?”

রিচা কথাগুলো তার মাকে জানিয়েছিলেন। মা বুঝিয়েছিলেন দিদিমায়ের ওই বাক্যব্যয়ের কারণ। রিচা বুঝেছিলেন। তার কথায়, “আসলে আমার দিদিমার জন্ম ১৯২০ সালে। মাত্র ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল। সেখান থেকেই তাঁর মনে এই ধারণা তৈরি হয়েছে।”

1719402131_richa-1_(1)

গেল বছর মা হয়েছেন রিচা। জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। সম্পতি এক বছর পূর্ণ হয়েছে এক রত্তির। অভিনেত্রী জানিয়েছেন, কন্যা জন্মের পর তার জীবন আগাগোড়াই বদলে গেছে।