বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১২:৪৯ পিএম
সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের পর থেকে এ সম্পর্কিত বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কারও কারও দাবি, শিক্ষার্থীদের লাশ গুম করা হয়েছে। এ নিয়ে বেশ বিরক্ত জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার নিজের ফেসবুকে প্রিন্স লিখেছেন, ‘যে সব গার্ডিয়ান সন্তানের লা*শ পায় নি তাঁদের লিস্ট দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?”
এদিকে বিমান বিধ্বস্তের দিন হাসপাতালে যখন রোগি নিয়ে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। তখন পরিদর্শনে গিয়ে সমালোচনার শিকার হন রাজনীতিবিদরা। সমালোচনা করেন প্রিন্সও।’
তিনি লিখেছিলেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন’, চ্যালা চামুন্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন।’
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।
দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ এবং চিকিৎসাধীন শতাধিক।