images

বিনোদন

পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

২২ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

মার্কিন জনপ্রিয় তারকা ম্যালকম জামাল ওয়ার্নার আর নেই। গত ২০ জুলাই সাঁতার কাটার সময় তীব্র স্রোতে আটকা পড়েন এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। গতকাল সোমবার তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।  

রয়টার্সকে একটি আইন প্রয়োগকারী সংস্থা ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যুর খবর জানিয়েছে।  

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সঙ্গে কোস্টারিকায় ছুটি কাটাচ্ছিলেন ম্যালকম। স্থানীয় সময় গত রবিবার বেলা আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন তিনি। সে সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান ওয়ার্নার । 

152320493

১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য কসবি শো’-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিরিজের অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান। এই শো নিউ ইয়র্কের একটি কৃষ্ণাঙ্গ মধ্যবিত্ত পরিবারের জীবনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। যেখানে ওয়ার্নার ছিলেন ক্লিফ হাক্সটেবলের একমাত্র ছেলে থিও। ক্লিফের চরিত্রে অভিনয় করেন বিল কসবি। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, বিশিষ্ট কবি ও মিউজিশিয়ানও ছিলেন। 

দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে বেশ কিছু টেলিভিশন শো, মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। ম্যালকম জামাল ওয়ার্নার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ম্যালকম অ্যান্ড এডি’, ‘রিড বিটুইন দ্য লাইনস’ ও ‘মেডিক্যাল ড্রামা দ্য রেসিডেন্ট’। 

malcolm

১৯৮৬ সালে তিনি ‘দ্য কসবি শো’-এর ১৯৭টি পর্বেই সহ-অভিনেতা হিসেবে অভিনয়ের স্বীকৃতি পান। এ ছাড়া ‘আরএন্ডবি’ পারফর্ম্যান্সের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত হন তিনি। ‘হাইডিং ইন প্লেইন ভিউ’ অ্যালবামের গ্র্যামির মনোনয়ন লাভ করেন। 

১৯৭০ সালে ১৮ আগস্ট আমেরিকার নিউ জার্সির, জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন ওয়ার্নার। তার নামকরণ করা হয়েছিল ম্যালকম এক্স এবং জ্যাজ পিয়ানোবাদক আহমেদ জামালের নামে। শৈশব-কৈশর কেটে লস অ্যাঞ্জেলেসে। নয় বছর বয়সে অভিনয় স্কুলে ভর্তি হন। শিশু শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

ইএইচ/