বিনোদন ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশবাসী মর্মাহত। তবে হোলদোল নেই সুযোগ সন্ধানীদের। দুর্ঘটনাস্থলে যানবাহনের ভাড়া, খাবার পানিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে আখের গোছাতে চাইছে তারা।
বিষয়টি নিয়ে অনেকেই অবাক। তবে কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি মনে করছেন এটি মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি। উদাহরণ হিসেবে টানলেন ৫ আগস্ট গণভবন লুটসহ বেশ কয়েকটি ঘটনা।
নিজের ফেসবুকে পারশা লিখেছেন, অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুল ওঠানো জরুরি নয়? রিকশাওয়ালা তিরিশ টাকার ভাড়া চেয়ে বসল এক শ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগল এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেল নির্দিধায়!’
এরপর লেখেন, ‘তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার? এটা তো বরং আমি বলব এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!’
পেছনের কয়েকটি ঘটনা মনে করিয়ে দিয়ে গায়িকা লিখেছেন, ‘বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিল ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা!’
এরপর লেখেন, ‘ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?’
সবশেষে লেখেন, ‘এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এইখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি! মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচ শ!’
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।
দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে।