বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তীব্র আগুনে অনেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ফলে জরুরি ভিত্তিতে প্রচুর রক্ত প্রয়োজন দেখা দিয়েছে। এ পরিস্থিতে স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।
বিমান বিধ্বস্তের ঘটনায় বেদনার্ত গোটা দেশ। ছুঁয়ে গেছে শোবিজ তারকাদের। সোমবার (২১ জুলাই) সামাজিকমাধ্যমে অভিনেত্রী সাদিয়া আয়মানের লেখা একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী মৌসুমী। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। যদি ও পজেটিভ রক্তের প্রয়োজন হয় সরাসরি আমাকে মেসেজ করুন।’
এদিক অভিনেত্রী সাদিয়া আয়মান তাঁর পোস্টে লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্ত দাতা লাগবে । প্লিজ এগিয়ে আসেন!’
জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইএইচ/