বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম
দেশের বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজন নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ধারাবাহিকের প্রতিটি পর্ব ইউটিউবে মুক্তির পর মুহূর্তেই কোটির ঘর ছুয়ে ফেলছে। তবে ইউটিউবে মুক্তির আগে দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম থেকে ৪০ টাকার বিনিময়ে ৮ পর্ব দেখার সুযোগ পাচ্ছে। আর সেই সুযোগে পাইরেসি করছেন একটি চক্র।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো কনটেন্ট অনলাইনে অবৈধভাবে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধারাবাহিকের নির্মাতা কাজল আরেফিন অমি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি।

ওই পোস্টে নাট্যনির্মাতা অমি লিখেছেন, “বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।”
বলে রাখা ভালো, গত চার পর্বের মতো এবারও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা।
ইএইচ/