বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম
কিংবদন্তি মার্কিন পপ সংগীতশিল্পী কননি ফ্রান্সিস মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সামাজিক মাধ্যমে গায়িকার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু।
‘মিউজিক লেবেল কনচেটা রেকর্ডস’-এর প্রেসিডেন্ট ও কননির ঘনিষ্ঠ বন্ধু রন রবার্টস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয় ও গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু কননি ফ্রান্সিস গতরাতে মারা গেছেন। কননি চাইতেন তাঁর ভক্তরাই প্রথমে এই দুঃখজনক খবরটি জানুক। পরবর্তী গায়িকার মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মৃত্যুর দুই সপ্তাহে আগে প্রচান্ড পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর থেকেই আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি, কননি ফ্রান্সিসের ১৯৬২ সালের গান ‘প্রিটি লিটল বেবি’ টিকটকে হঠাৎ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠায় তিনি আবারও আলোচনায় আসেন। ৬৩ বছর আগে রেকর্ড করা এ গানটি তখন একটি বি-সাইড/ ক্যাসেটের গান ছিল।

১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক শহরে জন্মগ্রহণ করেন কননি ফ্রান্সিস। তার আসল নাম ছিল কনচেটা ফ্রানকোনেরো। মাত্র ৪ বছর বয়স থেকে গান গাইতেন এবং অ্যাকর্ডিয়ন বাজাতেন। পরে তিনি টিভি শোতেও পারফর্ম করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রো ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘এনবিসি’-এর ‘স্টারটাইম কিডস’-এ নিয়মিত শিল্পী ছিলেন।
ইএইচ/