বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
প্রেমের সঙ্গে টলিউড পরিচালক সৃজিত মুখার্জি্র বেশ সখ্যতা। যখন যে নায়িকাকে নিয়ে সিনেমা বানান তার সঙ্গেই ‘সিনেমা’ করেন— এরকম চাউর আছে। এদিকে অনেকদিন মিথিলার আঁচলে বাঁধা থাকায় যেন অভ্যাস বদলেছিল। স্ত্রীর সঙ্গে দুরত্বের গুঞ্জন উঠতেই তাকে ঘনিষ্ঠ দেখা যাচ্ছে লাস্যময়ীদের সঙ্গে।
এই যেমন এবার সাগরপাড়ে সেলফিবন্দি হলেন নিজের সিনেমার নায়িকা সুস্মিতার সঙ্গে। তা থেকেই প্রশ্ন, তবে কি ফের পুরনো অভ্যাসে ফিরছেন পরিচালক। তার ঘনিষ্ঠজনের কথায়ও সেরকম গন্ধ। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন,”সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টা বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে।”
সৃজিত-সুস্মিতার সেলফি ১৬ জুলাইয়ের। পুরীতে ফ্রেমবন্দি হয়েছেন তারা। সেখানে চলছে পরিচালকের নির্মিতব্য সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’র দৃশ্যধারণের কাজ। তারই ফাঁকে ছবির নায়িকার সঙ্গে ধরা দিয়েছেন পরিচালক।