images

বিনোদন

আবু সাঈদের ডেথ সার্টিফিকেট ছিল মুক্তিকামী মানুষের ক্ষোভের দলিল: রনি

বিনোদন ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন রেদওয়ান রনি। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চড়িয়েছিলেন গলা। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন এ নির্মাতা। 

গতবছর ১৬ জুলাই ছাত্র আন্দোলনের সময় নিহত হন রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সে সময় আবু সাঈদের ডেথ সার্টিফিকেটের একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন রেদওয়ান রনি। ওই পোস্টের কারণে ক্ষমতাশীল দলের অনুসারীদের রোষের মুখে পড়তে হয়েছিল। এমনকি পোস্ট মুছে ফেলার বার্তাও পেয়েছিলেন।

 508763186_10232885685937967_1964248229918128938_n

আজ বুধবার ১৬ জুলাই আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে তাঁর ডেথ সার্টিফিকেটের ছবিটি শেয়ার করে এ কথা বলেন তিনি। নির্মাতার ভাষ্য,“আবু সাঈদের ডেথ সার্টিফিকেট! গতবছর এই দিনে এটা প্রোফাইল পিকচার হিসেবে দেওয়ার পরপরই কত যে সর্তক বার্তা এসেছিল! ‘ডিলিট করো, পরে সমস্যা হবে’!” 

এরপর তিনি যোগ করেন, ‘সমস্যা আসলে হায়েনার মগজে হয়েছিল। এই সার্টিফিকেট ছিল সমাধানের প্রথম সূত্র। এটা ছিল বাংলাদেশের স্ফুলিঙ্গ! মুক্তিকামী সকল মানুষের ক্ষোভের দলিল।’

বলে রাখা ভালো, ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রেদওয়ান রনি।  

ইএইচ/