images

বিনোদন

যে ছবি দিয়ে ইমরান বললেন যেতে হবে বহুদূর

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল দেড় দশকের ক্যারিয়ারে শ্রোতাদের উপহার দিয়েছেন একগুচ্ছ একক অ্যালবামসহ সিনেমার গান। তাঁর কণ্ঠ মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে। সুরের মূর্ছনায় বুঁদ করেছেন অসংখ্য অনুগারীকে। 

ইমরানের জনপ্রিয় গানগুলো গুনগুনিয়ে গেয়ে চলেন ভক্তরা। সংগীতের সুবাদে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। পাশাপাশি কাজে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য সম্মাননা। যা তাঁকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ফেসবুকে বিভিন্ন সময় অর্জন করা পুরস্কারগুলোর একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, একটি স্বচ্ছ কাঁচের ভেতরে থরে থরে সাজানো রয়েছে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার।  

518896230_1306407154178513_3784206033847724901_n

ওই পোস্টের ক্যাপশনে ইমরান লিখেছেন,  ‘আমার অর্জন, আলহামদুলিল্লাহ। যেতে হবে বহুদূর।’ 

ইমরানের পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। মন্ত্যবের ঘরে একজন লিখেছেন,‘অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য। আপনার নতুন গানের অপেক্ষায় থাকি সবসময়।’ অন্য একজন লিখেছেন, ‘তোমার জন্য আমি গর্বিত, এগিয়ে যাও।’ অনুরাগীদের মন্তব্যে জবাবে লাল হার্ট দিয়েছেন ইমরান। 

ইএইচ/