images

বিনোদন

অভিনেতার নগ্ন ভিডিও ভাইরাল, যা বলছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ০১:২০ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য দর্শকমহলে বরাবরই বেশ চর্চিত নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে সরগরম নেটদুনিয়া। অভিনেতাকে নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ আবার অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।  

সাহেব ভট্টাচার্য বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে অভি চরিত্রে। এ ধারাবাহিকের ‘কথা’ ও ‘অভি’ জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। এরইমধ্য অভিনেতার ভিডিও ছড়িয়ে পড়ল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কোনো এক অজ্ঞাত নারীর সঙ্গে ভিডিও কলে যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হয়েছেন।

অভিনেতার ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, ‘শেষে কিনা অভিনেতার মতিভ্রম হলো।’ অভিনেতার এমন কাণ্ডে বিস্মিত ভক্তরা। অভিনেতার পক্ষ নিয়ে একজন লিখেছেন, জেনেবুঝে এমন ভুল কেন করলেন? অন্য একজন লিখেছেন, নগ্ন পোস্টটি কি তিনি নিজেই করেছেন নাকি তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? 

518129474_721328350862262_1914626837612749385_n

জানা গেছে, সামাজিক মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট আছে অভিনেতার। তারই একটিতে নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন! তবে সামাজিক মাধ্যমে অভিনেতার অনুরাগীরা দাবি করছেন, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। এ দাবির পেছনে যুক্তিও দিয়েছেন তাঁরা। 

একইদিনে ছোটপর্দার আরও এক অভিনেতা ঋত্বিক মুখার্জীর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। ‘ওই ভিডিও ভাইরাল হতেই ক্লিয়ার হলো এটা কখনও বাস্তব ভিডিও হতে পারে না। কারণ একসাথে দুই অভিনেতার ভিডিও লিংক ভাইরাল হওয়া কিছুটা কাকতালীয়।’ এমন মন্তব্য করছেন দুই অভিনেতার ভক্তরা। 

বলে রাখা ভালো, সাহেব ভট্টাচার্য কর্মজীবনের শুরুর দিকে ভারতের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা “সা রে গা মা পা”-এর সঞ্চালক হিসেবে কাজ করেন। 

ইএইচ/