বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অভিনয়শিল্পীদের কটাক্ষ করা যেন বাতিকে পরিণত হয়েছে নেটিজেনদের। ব্যক্তিগত বা পেশাগত যেকোনো পোস্টে নেতিবাচক মন্তব্য করতে দ্বিতীয়বার ভাবেন না। সচরাচর মাথা না ঘমালেও মাঝে মাঝে জবাব দিতে ছাড়েন না তারা। এই যেমন নিজের পোস্টে বিচ্ছেদ নিয়ে তোলা এক মন্তব্যেরর জবাব দিলেন অভিনেত্রী।
ফেসবুকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ধরা দিয়েছেন পর্দার মালতী। লোকেশন বলে দিচ্ছে কানাডার মনট্রিয়েলে তোলা হয়েছে স্থির চিত্রগুলো।
প্রিয় তারকার ছবিগুলো দেখে মন্তব্যের ঘরে যখন ভালোবাসা জানাচ্ছিলেন অনুরাগীরা ঠিক তখন এক নেটিজেন ব্যক্তিগত আক্রমণ করে বসলেন। কমেন্টবক্সে লিখলেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’

মেহজাবীনও ছেড়ে দেননি। জবাবে লিখেছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’ এ সময় নেটিজেনদের অনেকে মেহজাবীনের পাশে দাঁড়িয়েছেন। কটাক্ষকারী ওই নেটাগরিকের নিন্দামন্দও করেছেন।
গেল ফেব্রুয়ারিতে বেশ জমকালো আয়োজনের মাধ্যমে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে চার হাত এক হয় মেহজাবীনের। এই পরিণতির মাধ্যমে পূর্ণতা পায় তাদের এক যুগের প্রণয়।