বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম
২০২৫ সালের প্রথম দিন মুক্তি পায় রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। বছরের প্রথম ওয়েব কনটেন্টটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল পাহাড় সমান। এর অন্যতম কারণ ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। নব্বই দশকের এ সুপারস্টারকে ওটিটিতে দেখতে দর্শকের তর সইছিল না। নিজের প্রথম সিরিজ নিয়ে রুবেলও আশাবাদী ছিলেন।
গেল বছর সিরিজটির ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত নায়ক বলেছিলেন, ‘রাফীর ছবির ক্লিপ দেখেছি। আমার ভালো লেগেছে। তখন থেকে প্রত্যাশা ছিল তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। আমি কৃতজ্ঞ রাফী ও প্রযোজকের কাছে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে।’
তবে সিরিজটি মুক্তির পর মনে হয়েছে ‘ব্ল্যাক মানি’তে কাজ করাটা ছিল তার ভুল সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান রুবেল। তার কথায়, ‘যে চিন্তা নিয়ে আমি ব্ল্যাকমানি করতে গিয়েছিলাম সেটা হয়নি, আমাকে সেভাবে এক্সপোজ করা হয়নি। এর পরে আমার দুটি কাজের অফার এসেছে, আমি মনোযোগী হই; সেসব করিনি। স্ক্রিপ্ট সে রকম হলে আমি কাজ করব। আমাকে নিলে সেভাবে কাজ করতে হবে।
কাজটি রুবেলের ভক্তদেরও হতাশ করেছে। এরকম জানিয়ে অভনেতা বলেন, ‘সেভাবে আমাকে প্রকাশ না করে যদি আপনি আমাকে একটুখানির জন্য নেন, সেটা আমার জন্য ক্ষতিকর, আপনার জন্যও ক্ষতিকর। দর্শক যারা দেখবেন, তারাও অতৃপ্তি নিয়ে যান। আমার ভক্তরা এক বাক্যে বলে দিয়েছেন, ব্ল্যাকমানিতে আপনার এটুকুর জন্য কাজ করা ঠিক হয়নি।
এখনকার নির্মাতাদের নিয়ে রুবেলের মন্তব্য, ‘এখন যারাই কাজ করেন আমার মনে হয় তাদের নির্দিষ্ট একটি গণ্ডি আছে। এই গণ্ডির বাইরে তারা যেতে চায় না। তারা এই গণ্ডির বাইরে গেলে আমাকে পাবে। এই গণ্ডির বাইরে তারা যাচ্ছে না বা যেতে যাচ্ছে না, তাই তারা আমাকে পাচ্ছে না। ফাইট ডিরেকশন নিয়েও ভালো কাজ করা যায়। যৌথভাবে ভালো কাজ করা যায়। এমন কাজ হচ্ছে না, তাই থাক। আমি কারাতে নিয়ে আছি। আমার ছাত্র-ছাত্রী আলহামদুলিল্লাহ।’
ওটিটি মাধ্যম বঙ্গ থেকে মুক্তি পায় ‘ব্ল্যাক মানি’। এতে রুবেল ছাড়াও অভিনয় করেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।