বিনোদন ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১১:৫২ এএম
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান সদ্য ৬০ বছরে বয়সে পা রেখেছেন। অভিনেতার জন্মদিন অনুষ্ঠানে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। তাঁর সঙ্গে করছেন চুটিয়ে প্রেম। এদিকে অনুরাগীদের প্রশ্ন কবে বিয়ে করছেন এ জুটি। এবার ভক্তদের প্রশ্নের জবাব দিলেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, ‘আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি জানেন। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কি না, তা নিয়ে এখনও ভাবিনি।’

ওই সাক্ষাৎকারে বহু প্রতীক্ষিত ছবি ‘মহাভারত’নিয়েও মুখ খুলেছেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু করবেন। ‘মহাভারত’ বিশাল এক ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে।
আমিরের কথায়, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। মহাভারতের ওপর ‘ব্যাক টু ব্যাক’ ছবি নির্মাণ হবে।”
বলে রাখা ভালো, সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারা জামিন পার’। এ সিনেমাটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তারে জামিন পার’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়েছিল, সিক্যুয়েলটিও বেশ সাড়া পাচ্ছে।
ইএইচ/