images

বিনোদন

পরীমণির ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

১১ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনের নানা ইস্যুতে আলোচনায় থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এবার সমালোচনা নয় বরং অভিনেত্রীর সাজ পোশাক নজর কেড়েছেন ভক্তদের। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জলপাই রংয়ের শাড়ির সঙ্গে স্বর্ণের গয়না পরেছেন পরী। হাত ভর্তি রেশমি চুরি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুক অনুরাগীদের মনে ঝড় তুলেছেন। জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধন করতে গিয়েছিলেন পরীমণি। সেখানে এমন সাজে উপস্থিত হন তিনি। 

516950734_1326454515507974_7176662867185444397_n

এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা।’ 

ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে মন্তব্যের ঘরে শুভেচ্ছা বার্তার সঙ্গে অভিনেত্রীর সৌন্দার্যের প্রশংসায় মেতেছেন নেটিজেনদের। একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দরী, পরী তো পরীর মতোই।’ অন্য একজন লিখেছেন, ‘নামের সাথে রূপের মিল আছে।’   

ইএইচ/