বিনোদন ডেস্ক
১০ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
শেফালি জারিওয়ালার হঠাৎ মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে বলিউড। সেইসঙ্গে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়েও শুরু হয় বিতর্ক। এবার সে বিতর্কে ঘি ঢেলে কটাক্ষের শিকার অভিনেত্রী পায়েল রোহাতগি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেফালির মৃত্যু নিয়ে কটাক্ষ করে রোষানলে পড়েছেন পায়েল। নাম প্রকাশ না করে এক সংবাদকর্মীর সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে তিনি ইঙ্গিতে শেফালির প্রসঙ্গ টেনে আনেন।
কয়েকদিন ধরে পায়েলের সঙ্গে তার স্বামী সংগ্রাম সিংয়ের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। জল্পনাটি সত্যি কি না জানতেই জনৈক সাংবাদিক পায়েলকে মেসেজ করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, ‘বিচ্ছেদের রটনা কি আদৌ সত্যি? সব ঠিক আছে তো?’ প্রত্যুত্তরে পায়েল যা বলেন, সেটা নিয়েই আপাতত বিতর্ক।
পায়েল ওই সাংবাদিককে পালটা বলেন, ‘আমি তো জানতামই না যে তুমি অবসাদে ভুগছ। দয়া করে এত মাদক সেবন কোরো না। ওভারডোজ হলে মৃত্যু হবে।’ প্রত্যুত্তরে অভিনেত্রীকে জানানো হয়, ‘আসলে সর্বত্র আপনাদের বিচ্ছেদের জল্পনা। একথা আমি বলছি না বা লিখছি না, শুধু আপনার কাছে সত্যিটা জানতে চাইছি।’ এরপরও বাঁকা উত্তর দেন পায়েল। বলেন, ‘এরপর তোমার অফিসের কাগজেই বেরবে, যে বার্ধক্য কমানোর ওষুধ খেয়েই তোমার মৃ্ত্যু হয়েছে।’
এ কথোপকথন সামাজিক মাধ্যমে ফাঁস হতেই নেটাগরিকদের বুঝতে বাকি থাকে না শেফালিকেই কটাক্ষ করেছেন পায়েল। বিষয়টি ভালোভাবে নেননি তারা। তাই তো বিতর্কের আগুনে পায়েলকে পোড়াচ্ছেন তারা।