বিনোদন ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ০২:২১ পিএম
সম্প্রতি আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমায় চুক্তিবন্ধ হওয়ার পর থেকে অনেকেই সোশ্যাল মিডিয়া দাবি তুলেছেন আসন্ন সিনেমায় তিন কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাকিব।
নেটিজেনদের এ দাবিকে উড়িয়ে দিলেন শাকিবের নতুন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ। সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে কান দেওয়ার পরামর্শও দিলেন তিনি। শাকিবের পারিশ্রমিক নিয়ে গণমাধ্যমকে আবু হায়াত বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই ছড়ায়। যার যা মন চায় লিখে দিলেই হলো। এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না।’

শাকিব খান আপনাদের সিনেমা থেকে কত পারিশ্রমিক ও সাইনিং মানি নিচ্ছেন—এমন প্রশ্নে জবাবে পরিচালক আবু হায়াত বলেন, ‘এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কথা বলতে চাই না। আমরা যে তথ্য জানাতে পারব, সেটা ইতিমধ্যে জানিয়েছি।’
এর আগে ঢালিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে বছরের শুরুতেই জানা গিয়েছিল, শাকিব খান সিনেমা প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে নতুন সিনেমার চুক্তির পর থেকে শোনা যাচ্ছে সিনেমা প্রতি দ্বিগুণ পারিশ্রমিক নিচ্ছেন মেগাস্টার শাকিব। সেই হিসেবে তিন কোটি টাকা।

অভিনেতা বর্তমানে কত পারিশ্রমিক নিচ্ছেন এ প্রসঙ্গে শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শাকিব কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না। বর্তমানে তাঁর চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র জানায়, শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না। তবে পারিশ্রমিক দুই কোটির বেশি। কত বেশি, সেটা অবশ্য জানা যায়নি। সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায়, শাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন।
বলে রাখা ভালো, শাকিব খানের নতুন সিনেমা পরিচালনার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটছে আবু হায়াত মাহমুদের। বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন এ নির্মাতা। তিনি আরও জানান, আগামী অক্টোবর মাসে ছবিটি শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
ইএইচ/