বিনোদন ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেতা শরিফুল রাজ জুটির সিনেমা ‘পরাণ’ মুক্তি পায় ২০২২ সালে। তবে মুক্তি পায়নি ২ মিনিট ২৬ সাকেন্ডের দৈর্য্যের একটি দৃশ্য। গল্পের প্রয়োজনে শুটিং করা হলেও মুছে ফেলা হয় ওই দৃশ্যগুলো। ‘পরণ’ মুক্তির তিন বছর পর এবার প্রকাশ হলো সিনেমার মুছে ফেলা দৃশ্য।
সম্প্রতি একুশ মাল্টিমিডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলে ভেসে বেড়াচ্ছে ‘পরাণ’ সিনেমার দৃশ্যটি। ‘পরান সিনেমার ডিলিট সিন’ নামে প্রকাশ করা হয়েছে ওই দৃশ্যগুলো। কী আছে ওই দৃশ্যে?

‘পরান সিনেমার ডিলিট সিন’-এর শুরুতেই দেখা যায় ক্যাম্পাসে বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে অনন্যা। এ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তাদের আড্ডায় হঠাৎ করেই প্রবেশ করে সিফাত। সিফাত চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান। সে মিমকে বলে, ‘এক্সকিউজ মি, একটু কথা ছিল।’ পরে সে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। এটা শুনে রেগে যায় অনন্যা। সে সঙ্গে সঙ্গে সিফাতকে থাপ্পড় দেয় ও কথা শোনায়।
এই সময় সিফাত দাঁড়িয়ে থেকে আবার বলে, ‘সত্য বলতেছি, আই লাভ ইউ।’ পরে অনন্যা আবারও সিফাতকে থাপ্পড় মারে। ওই দৃশ্যে ইয়াশকে তিনবার থাপ্পড় মারতে দেখা মিমকে! ঘটনা এখানেই শেষ নয়। পরে অবশ্য অনন্যা বান্ধবীর কাছ থেকে জানতে পারে, সিফাতকে র্যাগ দেওয়ার জন্য কিছু দুষ্টু ছেলে সিফাতকে পাঠিয়েছিল।

সিনেমা থেকে ২ মিনিট ২৬ সেকেন্ড বাদ পড়া দৃশ্যগুলো নিয়ে গণমাধ্যমকে মিম বলেন, ‘আমরা এগুলো শুটিং করেছিলাম। দৃশ্যগুলো চিত্রনাট্যে ছিল। আমরা যথাযথভাবেই সময় নিয়ে শুটিংও করেছিলাম। দৃশ্যে তিন–চারবার থাপ্পড় মারতে হয়েছিল ইয়াশ রোহানকে। কিন্তু শেষ মুহূর্তে সিনেমার দৈর্ঘ্য বড় হয়ে যাওয়ায় এই দৃশ্যটি ফেলে দেওয়া হয়, এটুকুই জানি। অভিনয় করা কোনো দৃশ্যে ফেলে দিলে খারাপ লাগে কিন্তু অনেক সময় পরিচালককে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তবে দৃশ্যটি বাদ পড়লেও গল্পের কোনো ক্ষতি করেনি।’
দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘পরাণ’ ছবিটি পরিচালনা করেন রায়হান রাফী। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ। ছবিটির প্রযোজক লাইভ টেকনোলোজিস।
ইএইচ/