images

বিনোদন

অমিতাভের চেয়ে রণবীরের পারিশ্রমিক বেশি—চলছে গুঞ্জন

বিনোদন ডেস্ক

২১ জুন ২০২২, ০৯:৪৭ এএম

বলিউড তারকাদের পারিশ্রমিক সম্পর্কে জানার আগ্রহ অনুরাগীদের সবসময় ছিল। তাদের পছন্দের অভিনেতা কোন ছবিতে কত পারিশ্রমিক পেলেন—সেটা বের করতে ঘুম হারাম করে ফেলেন। যদিও সঠিক তথ্য উদঘাটন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। অনুমানের চাকে ঢিল ছুড়ে তাই খুশি থাকতে হয়।

এদিকে মুক্তিপ্রতীক্ষিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে কানাঘুষা। শোনা যাচ্ছে, এই ছবিতে অমিতাভ বচ্চনের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রায় ৩০ কোটি রুপি নিয়েছেন রণবীর। আর ১০ কোটির রুপি নিয়েছেন বিগ বি।

আলিয়া ভাট আনুমানিক ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এই ছবির খল চরিত্রে রয়েছেন মৌনি রায়। তার পারিশ্রমিক নেহায়েত কম নয়। তিন কোটি রুপি পেয়েছেন তিনি। দক্ষিণি তারকা নাগার্জুনের পারিশ্রমিকের অংক ১১ কোটি রুপি।

সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার পারিশ্রমিক কোটির ঘরে। এ ছাড়া বিশেষ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া। তিনি নিচ্ছেন দুই কোটি রুপি।

কয়েকদিন আগে প্রকাশ হয় ছবির ট্রেলার। এরপর কট্টর হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছে ‘ব্রক্ষ্মাস্ত্র’। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে বয়কটের ডাক দেওয়া হয়েছে সিনেমাটিকে।

‘ব্রক্ষ্মাস্ত্রে’র ট্রেলারে রণবীরকে দৌড়ে এসে মন্দিরের ঘণ্টা বাজাতে দেখা গেছে। কিন্তু সেসময় এই অভিনেতার পায়ে ছিল জুতা। আর এ কারণেই উঠেছে বিতর্কের ঝড়। মন্দিরের মতো একটি পবিত্র স্থানে জুতা পায়ে প্রবেশ করায় অবাক ও ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

এই ছবির কাজ শুরু হয় ২০১৮ সালে। ভারতীয় মাইথলজির ওপর নির্মিত ছবিটি মুক্তি পাবে তিনটি ধাপে। ছবির প্রথম ভাগ ‘শিবা’র ট্রেলার নিয়েই চলছে বিতর্ক।

আরএসও