images

বিনোদন

শুটিং সেটে অসুস্থ স্বস্তিকা, ভর্তি হাসপাতালে

বিনোদন ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিনেমার শুটিং চলাকালীন চোখের তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শারীরিক অসুস্থতার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটেছে। ওই পোস্টে অভিনেত্রী স্বস্তিকা লিখেছেন, ‘গতকাল ‘ভানুমতী ভূতের হোটেল’র শুটিংয়ের সময় পৃথিবীর অন্যতম খারাপ কষ্টের মুখোমুখি হয়েছি। তাৎক্ষণিক প্রযোজনা সংস্থা থেকে আমাকে হাসপাতালে নেওয়া হয়।’ 

Swastiak_h

নিজের অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘চোখের কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে। কখন, কীভাবে, কেমন করে হয়েছে তার কোনো ধারণা নেই আমার। এখন শুধুই যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। আমি সব সহ-অভিনেতা ও অভিনেত্রীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সহযোগিতা করেছেন।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি আমার জন্য খুবই স্পেশাল। কথা দিচ্ছি, সিনেমাটিকে স্পেশাল করে তুলব, এটা আমার প্রতিজ্ঞা। আমার অসুস্থতার পর সিনেমার পরিচালক, প্রযোজক শুটিংয়ের প্ল্যান এমনভাবে করছেন যাতে আমার চিকিৎসার কোনো ক্ষতি না হয়।’

481732098_18487410088010470_8504969399474335015_n

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘অসুস্থতার কারণে এ সপ্তাহে কিছু ব্র্যান্ডের শুটিং বাতিল করেছি। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।সময়টা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু চিকিৎসা শুরু হয়েছে।’

ইএইচ/