images

বিনোদন

এডিট করে দে সমস্যা নাই, কিন্তু জাতের কারও ছবি দে: ফারিয়া

বিনোদন ডেস্ক

০৩ জুলাই ২০২৫, ০১:৩১ পিএম

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে তোয়াক্কা করেন না তিনি। এর খেসারতও দিতে হয়। নিন্দুকেরা ফটোশপের মাধ্যমে মাঝে মাঝেই ফারিয়ার ভুয়া ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় ছবিগুলোর অসামঞ্জস্যতা আন্দাজ করতে সময় ব্যয় করতে হয় না। 

এরকম এক নারীর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শবনম ফারিয়া। লিখেছেন, ‘ভাই এডিট করে ছবি দে, সমস‍্যা নাই! কিন্তু জাতের কারও ছবি দিয়ে দে, এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট‍্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?’

save

ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই শবনম ফারিয়াকে সমর্থন করেছেন। কেউ কেউ করেছেন নেতিবাচক মন্তব্য। এক নেটাগরিক আবার বলে বসেছেন, ‘আপনি প্লিজ আপনার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুন। বলেছিলেন রাজনৈতিক বিষয়ে আর কথা বলবেন না। পরে এমন কন্ট্রোভার্সি তৈরি করলেন, আইডি ডিঅ্যাক্টিভ করতে হলো।’

মন্তব্যের বেশ শক্ত জবাব দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমার রাজনৈতিক অবস্থান হলো, আমি সবাইকে গালি দেব। দল-মত নির্বিশেষে যতদিন আপনারা ভালো না হবেন, গালি দেব!’