বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৫, ০৪:৩৩ পিএম
প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধছেন ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী ও টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পশ্চিমবঙ্গের ‘রক্তকরবী’ খ্যাত নির্মাতা অমিতাভ ভট্টাচার্যের নতুন ছবিতে দেখা যাবে এই জুটিকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির ব্যাপারে মাত্র আলাপ-আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।’
গল্প প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘গল্পটা বেশ ভালো লেগেছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। যদি সব ঠিক থাকে তবেই এ নিয়ে বলা যাবে।’
এদিকে ভারতী গণমাধ্যমে অভিনেতার সুরে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর কথায়, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে।’
ভারতীয় গণমাধ্যমে খবর, সিনেমাটির সম্ভাব্য শিরোনাম ‘ত্রিধারা’। যেখানে তুলে ধরা হবে ২৫ বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা। এ ছবিতে মূলত তিনটি মানুষের জীবনের সমীকরণ পর্দায় তুলে আনবেন পরিচালক অমিতাভ। এই সিনেমায় আরও থাকছেন অভিনেতা-নির্মাতা কৌশক গঙ্গোপাধ্যায়।
ইএইচ/