বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৫, ১০:৫৮ এএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাউথ কলকাতা ল কলেজের ভেতরে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই কলেজের এক ছাত্রী। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ভারতের শোবিজ তারকারা।
একের পর এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবার ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে তিনি বলেন, ‘এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দলমত নির্বিশেষে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। দোষীকে তালিবানি কায়দায় সবার সামনে শাস্তি দেওয়া উচিত।’
এদিকে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নারীদের মার্শাল আর্টে প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেম। তিনি বলেন, ‘নারী নির্যাতনের সমস্ত ঘটনাই কষ্ট দেয়। এই ঘটনাটি সম্পর্কে এখনও পর্যন্ত খুবই অল্প জানি। তবে প্রত্যেক নারীকে সেলফ ডিফেন্স হিসেবে গড়ে তুলতে হবে। নিজের রক্ষা নিজে করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে আমার মেয়েকেও মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হবে।’
ধর্ষণের ঘটনা মুখ খুলেছেন অভিনেত্রী সুদেষ্ণা রায়। তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। কিন্তু পুলিশ দ্রুতই অপরাধীদের ধরেছে সেটা এক দিক থেকে আশার আলো দেখায়। অপরাধীর যেন যোগ্য শাস্তি হয়।’
বলে রাখা ভালো, গতবছরের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন টলিউড তারকারা।
ইএইচ/