বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, ১২:৪২ পিএম
এবারের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এরমধ্যে দর্শকদের আগ্রহের লিস্টে আছে একঝাঁক তারকা নিয়ে নির্মিত সিনেমা ‘উৎসব’। অপ্রত্যাশিতভাবে ঈদের সিনেমাগুলোর তালিকায় দাপুটে জায়গা করে নিয়েছে সিনেমাটি। সিনেমাপ্রেমীদের মুখে মুখে ‘উৎসব’-এর প্রশংসা। ছবিটির সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার মোস্তফা সরয়ার ফারুকী।
আজ বুধবার (২৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে উপদেষ্টা লিখেছেন, “অভিনন্দন ‘উৎসব’ টিমকে। চলচ্চিত্রকে সহজ ও প্রাণবন্ত করে তোলার জন্য। মানুষের মুখে ছবিটির প্রশংসা শুনে খুব ভালো লাগলো। আমার সহযোদ্ধাদের (কমরেডদের) জন্য গর্বিত।”

পোস্টের মন্তব্যের ঘরে ‘উৎসব’ সিনেমার পরিচালক তানিম নূর উচ্ছ্বাসের সঙ্গে উপদেষ্টা ফারুকীকে ধন্যবাদ জানিয়েছেন। মন্তব্যের ঘরে এই পরিচালক লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ভাই।’
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।
ইএইচ/