images

বিনোদন

মারা গেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা

বিনোদন ডেস্ক

২৩ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

‎মারা গেছেন  মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোশ্যাল মিডিয়ায় পিয়ার পেজ থেকে এডমিন পোস্টে অভিনেত্রীর বাবার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।

1750689457118
‎আজ সোমবার (২৩ জুন) রাত ৮টায় এডমিন পোস্টে লিখেছে, ‘পিয়া আপুর পিতা আর নেই। গতকাল মাহমুদ হাসান চৌধুরী আংকেলের গলব্লাডার এর অপারেশন হয়। চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে আজ (২৩ জুন) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’

‎‎ওই পোস্টে আরও জানান হয়েছে, ‘পিয়া আপু জন্মস্থান খুলনায় যাচ্ছেন । এই অবস্থায় কারও কল/ ম্যাসেজের রেস্পন্স করতে না পারায় আপু দুঃখ প্রকাশ করেছেন।’ 

‎‎সবশেষে লেখা হয়েছে, ‘পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি।’