images

বিনোদন

দ্বিতীয় বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছিলেন পূজা

বিনোদন ডেস্ক

২২ জুন ২০২৫, ০৬:১০ পিএম

ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও টলিউডে দেব-সোহমদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে প্রমাণ করেন পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউড সিনেমা ছাড়াও হিন্দি, তেলুগু ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু টিভি শো এবং ওয়েব সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে।

মাত্র ১৫ বছর বয়সে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন অরুণয় চক্রবর্তীকে। বিয়ের ৯ বছরের মাথায় ২০১৩ সালে দুইজনের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়। এ সময় একা হয়ে পড়েন অভিনেত্রী। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর  ২০১৫ সালে আবারও অভিনয়ে ফেরেন। এ সময় ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা অভিনেত্রীর। এরপর প্রেমের সম্পর্ক এবং সবশেষে পরিণয়। 

_164372296920

২০২০ সালের দুর্গা পূজার সময় কুণালের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানিয়েছিলেন পূজা। তখনই তার বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। তবে বিয়ের আগে প্রায় ৩ বছর ধরে অভিনেতা কুণালের সঙ্গে ডেট করেছিলেন এবং অন্তঃসত্ত্বাও হন অভিনেত্রী। 

সবার কাছে অন্তঃসত্ত্বার কথা গোপন রেখে সন্তান জন্মের আগেই তড়িঘড়ি করে গোপনে গাঁটছড়া বাঁধেন এ তারকা জুটি। বিয়ের কয়েকমাস পরেই পুত্র সন্তানের জন্ম দেন। তখন অভিনেত্রীর বিয়ের আগে অন্তঃসত্ত্বার খবর চাউর হয়েছিল। পূজা তার পুত্র এবং স্বামীর সঙ্গে সুখী জীবনযাপন করছেন। প্রমাণ মিলেছে অভিনেত্রী পোস্টে। সামাজিক মাধ্যমে পরিবারের নানা খুনসুটি মুহূর্ত ভাগ করতে দেখা যায়।  

@banerjeepuja

বলে রাখা ভালো, ২০২০ সালে বিয়ের ঘোষণা দিয়ে ওই পোস্টে অভিনেত্রী দাবি করেছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ে করতে চলেছেন। তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল করোনা ভাইরাস মহামারী এবং লকডাউন। শোবিজ পাড়ার সূত্রের খবর, ২০১৭ সালে বাগদান সেরেছিলেন পূজা- কুণাল বর্মা।  

ইএইচ/