বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
একাধিকবার ছাদনাতলায় গেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে প্রথমবার মালা দিয়েছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের গলায়। বিচ্ছেদের ৯ বছর পর রাজীব ফের মুখ খুললেন শ্রাবন্তীকে নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন রাজীব-শ্রাবন্তী। অনেকেই ভেবেছিলেন মুখোমুখি হবেন তারা। তবে সেরকম কিছু ঘটেনি।
এদিকে প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন রাজীব। তিনি বলেন, ‘আমাদের যখন আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে, সেই সময়েও আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি। কোনো অসুবিধা হয়নি। আসলে কাজের ক্ষেত্রে দু’জনেই পেশাদার।’
সম্পর্কের সুতা কেটে গেলেও শ্রাবন্তীকে অভিনেত্রী হিসেবে মূল্যায়ন করতে ভোলেননি রাজীব। তার কথায়, “শ্রাবন্তী বরাবর ভালো অভিনেত্রী। এখন ওর অভিনয়ের ধার আরও বেড়েছে। ইদানীং অন্য ধারার ছবিতে অভিনয় করছে। যেমন, ‘আমার বস’, ‘দেবী চৌধুরাণী’। ভাল লাগছে। ওর ব্যক্তিগত জীবনের কোনও খবর রাখি না।”
দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে রাজীব-শ্রাবন্তী বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে।