images

বিনোদন

এই লোক আজকের পর আমার নামে খারাপ কথা বলবে: প্রভা 

বিনোদন ডেস্ক

২১ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। ধারণা করছেন ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তি এরপর থেকে সামাজিক মাধ্যমে কুৎসা রটাবেন।

আজ শনিবার নিজের ফেসবুক পেজে একটি ফোন নাম্বার শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, ‘এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বলল, ফ্যান! বললাম ফ্যানের সাথে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলব, আপনি ফোনই বা কেন দিয়েছেন আমাকে? কতবড় সাহস আপনার!’ 

prova-20220409133208

ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তির ডাকে সাড়া না দেওয়ায় সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে হেনস্তার চেষ্টায় রত থাকবেন তিনি। এমন আশঙ্কা করে প্রভা লিখেছেন, ‘এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে অনেক বাজে কথা বলবে। বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না ইত্যাদি ইত্যাদি।’

এদিকে অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। নিজেকে ওই অ্যাকাউন্টে ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রভা।