বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৫, ১১:৪৮ এএম
রাই সুন্দরীর সঙ্গে অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন যেন থামছেই না। মাঝে মাঝে চাপা পড়লেও বারবার আপন শক্তিতে মাথাচাড়া দিয়ে উঠছে। এই যেমন এবার জ্বালানীর যোগান দিল অভিষেকের একটি পোস্ট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোশ্যাল হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “আমি একবার হারিয়ে যেতে চাই। ভিড়ের মাঝে ফের নিজেকে খুঁজে পেতে চাই। নিজের কাছে যা ছিল, তা সব কাছের মানুষজনদের দিয়ে দিয়েছি। এখন কিছুটা সময় শুধুই নিজের জন্য রাখতে চাই।”

এরপর থেকেই অনুরাগীদের প্রশ্ন, কেন সব ছেড়ে যেতে চাইছেন অভিষেক? তবে কি ফের দাম্পত্য কলহে জড়িয়েছেন ঐশ্বরিয়ার সঙ্গে? একজন লিখেছেন, “ফের কি ঐশ্বরিয়ার সঙ্গে দাম্পত্য ভাঙতে চলেছে অভিষেকের?” যদিও অনেকেই বচ্চন জুনিয়রের ওই লেখাকে নিছক পোস্ট হিসেবে ভাবতে চাইছেন।
অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের বয়স বছর ছাড়িয়েছে। বিভিন্ন সময় তা বিভিন্ন ভিডিও-পোস্টের মাধ্যমে তা রঙ পাল্টেছে। অনেকদিন ধরে নিস্তেজ থাকলেও ফের সতেজ হলো অভিষেকের মাধ্যমে।