images

বিনোদন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক

০৯ জুন ২০২৫, ০৪:৫০ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠাণ্ডাজনিত অসুখে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শুক্রবার (৬ জুন) ঈদের আগের দিন হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এখন শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। 

অভিনেতার স্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা এখনও কাজ করে যাচ্ছেন সমানতালে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘উৎসব’। 

তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন, সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিম প্রমুখ।  

ইএইচ/