images

বিনোদন

শয়তানরূপী সিয়াম মাথা নষ্ট করে দিয়েছে: প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক

০৭ জুন ২০২৫, ০৫:৫৬ পিএম

এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এরমধ্যে দর্শক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শাকিব খানের ‘তাণ্ডব’। তবে এ সিনেমা নিয়ে আলোচনার অন্যতম কারণ আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও। ছবির শুটিং শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘তাণ্ডবে’ শাকিবের সঙ্গে স্কিন শেয়ার করবেন নিশো। শেষ মুহুর্তে শোনা যায় সিয়াম, শরিফুল রাজের নাম। 

তবে নিশো- সিয়ামের ক্যামিওর বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। আজ শনিবার (৭ জুন) ১৩২ টি হলে মুক্তি পেয়েছি ‘তাণ্ডব’। এ সিনেমায় নিশো-সিয়ামের ক্যামিও আছে বলে নিশ্চিত করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। 

Goulashing_in_Eastern_Europe_(14)

আজ শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘তাণ্ডব'-এ যে কোনো আলোচনাতেই ছিল না। সে সাদা এক চোখা ভয়ংকর শয়তানরূপী সিয়ামই মাথা নষ্ট করে দিয়েছে। উড়ায় দিয়েছে।’ এই সুরকার জানিয়েছেন ফেসবুকে দেওয়া  পোস্টটি সাময়িক সময়ের জন্য। 

এর আগে গুঞ্জন উঠেছিল শাকিব-সাবিলা জুটির প্রথম ছবি ‘তাণ্ডবে’ দেখা যাবে আফরান নিশোকে। তবে নির্মাতা রায়হান রাফী গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেন, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। কেউ গুজবে কান দেবেন না। এদিকে প্রিন্স মাহমুদ নিজের পোস্টের মন্তব্যের ঘরে ‘তাণ্ডবে’ নিশোর ক্যামিও আছে বলে নিশ্চিত করেছেন। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘শাকিব নায়ক। তার তুলনা চলে না। ছোট্ট ছোট্ট চরিত্রগুলোর কথা বলছি। এখানে নিশো দারুণ। নিশোকে আগেও এমন দেখেছি। কিন্তু সিয়াম এইটা কী দেখালো? এই সিয়ামকে তো দেখিনি! সেই ছোট বেলায় দেখা ৮০/৯০ দশকের হলিউড/বলিউড ছবির ভিলেনগুলির মতো! না দেখলে বোঝানো যাবে না।

সবশেষে তিনি লিখেছেন, ঢাকার সিনেমা বহুদূর যাচ্ছে, অনেকদূর। এরপরই হ্যাশ ট্যাগ লিখেছেন লিচুরবাগানে।  

ইএইচ/