images

বিনোদন

৩৭ বছরেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

০৪ জুন ২০২৫, ০৯:৫৯ এএম

বলিউডে ইন্ডাস্ট্রিতে আবারও নক্ষত্র পতন। মারা গেলেন টেলিভিশন অভিনেতা রিভু রাঘব। গত সোমবার (২ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর।  

বাবার মৃত্যুর পরেই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত কয়েকদিন শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এ অবস্থায় মৃত্যু হলো তার।

featurevibhuraghave-1748916308

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার সময় মুম্বাইয়ের যোগেশ্বরী ওয়েস্টে শেষকৃত্য সম্পূর্ণ হয়।

অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী এবং অনুরাগীরা। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সিম্পল কৌল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, তোমাকে খুবই মিস করব প্রিয় বন্ধু বিভু। তোমার জন্য ভালোবাসার উৎসারিত আলো এবং অনেক আনন্দের ডালি রইল। 

৫০ আগেই চলে গেলেন জনপ্রিয় পরিচালক

বলে রাখা ভালো, বিভু রাঘব টেলিভিশন ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ।‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি লাভ করেন। এছাড়াও রয়েছে ‘সাবধান ইন্ডিয়া’র মতো শো। 
  
ইএইচ/