বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৫, ১২:৩৫ পিএম
এই সময়ে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা এই অভিনেতার বেশ কিছু নাটক আসছে এবারের ঈদে। যার মধ্যে সর্বোচ্চ ৫ টি নাটক প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
তালিকায় রয়েছে, মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘লাভ ইন দ্য এয়ার’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৫.৫০ মিনিটে।
_(1)_20250601_123447211.jpg)
তৌফিকুল ইসলাম পরিচালিত ‘মন মানে না’-তে ফারহানের নায়িকা সাদিয়া আয়মান। এটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০.২০ মিনিটে। রুবেল আনুশ পরিচালিত ‘রূপকথার মতো’প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮ টায়। এতে ফারহানের সহ-অভিনেত্রী স্পর্শিয়া।
ঈদের পঞ্চম দিন রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘মুড সুইং’। এতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির। ঈদের সপ্তম দিন রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে মহিদুল মহিম পরিচালিত ‘রূপসী স্টুডিও’। এতে ফারহানের নায়িকা কেয়া পায়েল।