বিনোদন ডেস্ক
৩১ মে ২০২৫, ০৪:৫৬ পিএম
গেল ঈদে ‘বরবাদ’ করেছেন মেগাস্টার শাকিব খান। এবার সিনেমা হলে ‘তাণ্ডব’ চালাবেন তিনি। ইতোমধ্যে ছবির পোস্টার, ফরকাস্ট সেই আভাসই দিয়েছে। আসন্ন কোরাবানি ঈদে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মাতা ব্যস্ত শেষ আঁচড় কাটতে। ইতোমধ্যেই শেষ হয়েছে ছবির ডাবিং। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ‘তাণ্ডব’ ছবির নির্মাতা রায়হান রাফী।
শাকিবের 'তাণ্ডব'-এ থাকছেন আফজাল হোসেন
আজ শনিবার (৩১ মে) ভারতে বসে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ‘তাণ্ডব’-এর নির্মাতা। যেখানে দেখে গেছে রায়হান রাফীর পাশে দাঁড়িয়ে বেশ বেশ হাস্যজ্জল শাকিব খান। ওই পোস্টের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, আমরা একসাথে যা করতে পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। লেখার শেষে একটি হার্ট ব্যবহার করেছেন।’

এখানেই শেষ না নির্মাতা যোগ করেন, ‘চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চিলে কান নিয়ে গেছে কিনা! গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।’
সবশেষে রাফি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডাবিং শেষ। ‘তাণ্ডব’ ঝড় আসছে। মেগাস্টার শাকিব খান। পরিচালক রায়হান রাফী। এরপরই তিনি লিখেছেন, ভালো কথা, দেশের আবহাওয়া কেমন?’
'তাণ্ডব'-এর টিজারের প্রশংসা করলেন আফরান নিশো
বলে রাখা ভালো, শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর-এর। এ তারকা জুটি ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ইএইচ/