বিনোদন প্রতিবেদক
১৭ জুন ২০২২, ০৬:৪০ পিএম
পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। উত্তাল পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ২৫ জুন বহুল প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সেই মাহেন্দ্রক্ষণের।
এই আবেগ ছুঁয়ে গেছে সংগীতাঙ্গনেও। এরইমধ্যে বেশকিছু গান তৈরি হয়েছে সেতুটি নিয়ে। দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পীরা কণ্ঠে তুলেছেন গানগুলো। সেই মিছিলে আছেন দেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।
তিনি ‘পদ্মা সেতু’ শিরোনামের একটি একক গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন হাসান মতিউর রহমান। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘পদ্মা সেতু নিয়ে তৈরি আমার অন্য গান থেকে এই গানটি পুরোপুরি ব্যতিক্রম। সুর ও সংগীতায়োজনও দারুণ হয়েছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
গীতিকবি হাসান মতিউর রহমান মমতাজ ও ইমন চৌধুরীর প্রশংসা করে বলেন, ‘কেবলমাত্র গায়কি ও কম্পোজিশন একটি গানকে কোথায় নিয়ে যেতে পারে, শুনলেই বোঝা যাবে। নিজের কথা বলা ঠিক না। তবুও বলি, অবশেষে গানটি সবার শ্রমে প্রাণ পেয়েছে। আমি ভীষণ খুশি।’
এই গানটি ছাড়াও পদ্মা সেতু নিয়ে তৈরি অফিসিয়াল থিম সং কণ্ঠে তুলেছেন মমতাজ। তবে সেটি ছিল সমবেত কণ্ঠে। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন
সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, কণা, কিশোর, ইমরান ও নিশীতা বড়ুয়া। এবার দেশের টাকায় তৈরি এই সেতু নিয়ে একাই গাইলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
আরআর