images

বিনোদন

সজল-বুবলীর ছবির শুটিং সেটে বন্য হাতির আক্রমণ 

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৫, ০৬:২০ পিএম

গেল রোজার ঈদে ‘জ্বীন-৩’ সিনেমায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলকে। ছবিটির ‘কন্যা’ গান এখনও মুখে মুখে ফেরে শ্রোতাদের। এবার এ অভিনেতা যুক্ত হয়েছেন নতুন সিনেমায়।

প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। তবে নাম বদলে যেতে পারে বলে জানিয়েছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক। এতে সজলের বিপরীতে আছেন শবনম বুবলী।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। নতুন খবর হচ্ছে সিনেমাটির শুটিং সেট পড়েছিল বন্য হাতির কবলে। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন সজল।

তিনি বলেন, শেরপুরের নালিতাবাড়ীর দিকে শুটিং করছি গত ৯ দিন ধরে। পাহাড়ি এলাকায় শুটিং করা ভীষণ কঠিন। আমরা যেখানে শুটিং করছি সেখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে, যেটা ভীষণ রিস্ক। এর আগেও এদের আক্রমণে কয়েকজন মারা গেছে এখানে।

তিনি আরও বলেন, আমাদের সেটে গতকাল প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা চলে যায়। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও। তবে সার্বক্ষণিক একটা আতংকে থাকতে হচ্ছে। এরমধ্য দিয়েই শুটিং করছি।

নির্মাতা জানিয়েছেন এটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। আছে ক্লাসিক্যালের ছোঁয়া। সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পীসহ অনেকে।