images

বিনোদন

‘হঠাৎ কোমরের কাছে স্পর্শ, ঘুরে দেখি এক বড় প্রযোজক’

বিনোদন ডেস্ক

২৮ মে ২০২৫, ০৪:৫২ পিএম

পরিচালক, প্রযোজক দ্বারা যৌন হেনস্তা হওয়ার ঘটোনা নতুন কিছু নয়। অনেক অভিনেত্রীকে এরকম অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। বলিউড অভিনেত্রী অম্রুতা সুভাষকেও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তিনি জোর গলায় করছেন প্রতিবাদ।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অম্রুতা বলেন, ‘‘একবার একটি নাটকের প্রযোজক… আমি সিঁড়ি বেয়ে উঠছিলাম, হয়তো আমার টপটা একটু উঠেছিল, আমিই বুঝিনি। হঠাৎই কোমরের কাছে একটা স্পর্শ টের পেলাম। ঘুরে দেখি, একজন বড় প্রযোজক। আমি সরাসরি বলি, ‘এই, কী করছ তুমি? এটা কী ছিল?’ সে বলল, ‘না না, তোমার টপটা একটু উঠেছিল।’ আমি বলি, ‘ওটা তো তোমার দেখার বিষয় না! তোমার সাহস হয় কীভাবে আমাকে স্পর্শ করবার?’ আমার সেই মন্তব্য শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। কারণ ওই ব্যক্তি ইন্ডাস্ট্রির একজন বড় নাম।’’

thumb_48556

এদিকে এ ঘটনায় অনেকে ভেবেছিলেন, কপাল বুঝি পুড়ল অম্রুতার। এত বড় প্রযোজককে ঘাটিয়ে নিশ্চয়ই কাজ হারাতে হবে অভিনেত্রীকে। কিন্তু অমৃতা জানিয়েছিলেন, ‘তিনি যদি নিজের হয়ে প্রতিবাদ না করেন, তাহলে আর কে করবে?’’

মুক্তির অপেক্ষায় আছে অম্রুতা অভিনীত ‘চিড়িয়া’ নামের একটি ছবি। এতে আরও অভিনয় করেছেন বিনয় পাঠক, স্বর কাম্বলে, আয়ুষ পাঠক, ব্রিজেন্দ্র কালা এবং মুজাফফর খান। ছবিটির পরিচালক মেহরান আমরোহি।